কোটি কোটির সোনা-হীরে লুঠ, তদন্তে তাক লাগাল মুর্শিদাবাদ জেলা পুলিশ
মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ বিশেষ অভিযান চালিয়ে হরিহরপাড়া সোনা ও হীরের গয়না চুরি চক্রের মূল মাথা হাবিব সেখ-সহ দু'জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় চুরি যাওয়া হীরে ও সোনার গয়না। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা জর্জ আদালতে তোলা হয়।
ফোনের মাধ্যমে অর্ডার পেয়ে ২৩ মার্চ কলকাতা থেকে হরিহরপাড়া এলাকায় স্বর্ন ব্যবসায়ী গোপাল রানা প্রায় কিলো খানেক সোনা ও হীরের গয়না বিক্রি করতে এসেছিলেন। কিন্তু হরিহরপাড়া থানার অন্তর্গত গজনীপুর বেলতলা এলাকায় তিনজন দুষ্কৃতী তার গাড়ি আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত সোনা ও হীরের গয়না লুঠ করে চম্পট দেয়। ঘটনার জেরে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতার স্বর্ণ ব্যবসায়ী গোপাল রানা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সেই সোনা ও হীরে লুঠের ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ।
চুরি যাওয়া সোনা ও হীরের গয়না সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার সাংবাদিক বৈঠকে বলেন, ৮-৯ জনের দল এই চুরি চক্রে জড়িত রয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ বিশেষ অভিযান চালিয়ে লালবাগ থেকে এই চুরি চক্রের মূল মাথা হাবিব সেখকে গ্রেফতার করে। তাকে জেরা করে নওদা থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হাবিব সেখ, সুরজ আলম ও মাসুম রেজা।