বোরকা: শ্রেণিকক্ষে মুখ ঢেকে না রাখার নোটিশ দেয়া নিয়ে নোয়াখালীতে যা হলো
বিভিন্ন পক্ষের সাথে কথা বলে জানা যাচ্ছে, সেনবাগ উপজেলার একটি মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ চলতি মাসের গোড়ার দিকে ছাত্রীদের শ্রেণীকক্ষের ভেতরে এসে বোরকায় মুখমণ্ডল ঢেকে না রাখার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছিল। কিন্তু পরে সেই নোটিশটি কর্তৃপক্ষ প্রত্যাহারও করে নেয়।
কিন্তু তার দুই সপ্তাহ পর এসে দেখা যাচ্ছে এ নিয়ে বিক্ষোভ করছে কিছু মানুষ।
প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ বলছেন নোটিশটি নিয়ে বহিরাগতরা 'ভিন্ন ব্যাখ্যা' দেয়ায় ভুল বুঝাবুঝি তৈরি হওয়ায় তারা সেটি প্রত্যাহার করে নেন।
তিনি বলেন একদিকে অনেক সময় মেয়েদের বোরকা পরে ছেলেদের আসার ঘটনা ঘটছিলো আবার প্রকৃত শিক্ষার্থী স্কুলে না এসে অন্য কেউ চলে আসে- এমন ঘটনাও ঘটেছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন বলছেন, স্কুলের পাশেই একটি মার্কেটে কিশোর গ্যাং আড্ডা দিতো যা মার্কেট কর্তৃপক্ষ এখন বন্ধ করেছে। তারা এখন স্কুলের ভেতরে ঢুকে পড়ছিলো।
"স্কুলের ভেতর থেকে বোঝার উপায় ছিলো না যে কারা আসছে স্কুলে। সেজন্য ক্লাসের ভেতের মুখমণ্ডল যাতে দেখা যায় অর্থাৎ শিক্ষার্থীদের যেন চেনা যায় সেজন্যই ওই পদক্ষেপ নেয়া হয়েছিলো। কিন্তু বহিরাগত একটি চক্র সেটিকেই ভিন্ন দিকে নিয়ে যেতে চাইছে," বলছিলেন তিনি।
স্কুলের প্রধান শিক্ষক বলছেন স্কুল থেকে দেয়া এ সম্পর্কিত নোটিশসহ এ সিদ্ধান্ত নেয়ার বিস্তারিত কারণ তিনি উপজেলা শিক্ষা অফিসকে দিয়েছেন।
"আমার দিক থেকে কোন ত্রুটি পেলে সেটি কর্তৃপক্ষ দেখতে পারে। তবে যা প্রচারের চেষ্টা হয়েছে তেমন কিছু ঘটেনি," বলছিলেন তিনি।