দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন)
দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন)
দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন)ত
২০১০ সালে কথা ধারনা করা হয়েছিল যে দুবাই এর কাছে সঞ্চয়িত তেল শেষ হয়ে যাবে। তাহলে কি রাজা-বাদশাদের দিন শেষ??? কিন্তু রাজকুমার এ কি কথা শুনালো !!! সে আশা করছে ১৫ মিলিয়ন টুরিষ্ট তার দেশে আসবে !!! কিভাবে ??? দেখেন ...
১) বুর্জ খালিফা দুবাই:
বুর্জ খলিফা (আরবি ভাষায়: برج خليفة ; খালিফাহ) বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা ৪ঠা জানুয়ারী ২০১০ তারিখে উদ্বোধন করা হয়েছে। এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটি "দুবাই টাওয়ার" নামেও পরিচিত। নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই (আরবি ভাষায়: برج دبي) থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে "বুর্জ খলিফা" রাখা হয়।এটির উচ্চতা ৮১৮ মিটার বা ২,৭১৭ ফুট (প্রায় আধা মাইল)।
"বুর্জ খলিফার" নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর বহিঃপ্রাঙ্গনে অবস্থিত ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে; ১৫৮তলায় আছে একটি মসজিদ; ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরো আছে ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল। ১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল। ২০০৪ খ্রিস্টাব্দে শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়েছে। এমনো দিন গেছে যে দিন ১২ হাজার নির্মাণ কর্মী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি তিন দিন পর পর একটি ছাদ তৈরি করা হয়েছে। [তথ্যসূত্র-উইকিপিডিয়া]
২) পাল্ম আইল্যান্ড:
কৃত্তিম ভাবে তৈরি দ্বীপ জি হা ... এও সম্ভব !!! পাম গাছের আকৃতিতে তৈরি এই দ্বীপপুঞ্জ তৈরি করেছে নাখিল প্রোপার্টিজ। মানুষের তৈরি সবচেয়ে বড় দ্বীপমালা এটি। এখনো তৈরি হচ্ছে। প্রথম দুটি দ্বীপপুঞ্জ প্রায় 100 মিলিয়ন শিলা এবং বালি কিউবিক মিটার গঠন করা হয়েছে। পুরোটার চমৎকার নির্ভুল আউটফিট দিতে ব্যবহার করা হয়েছে "ডিজিটাল গ্লোবাল পজিশনিং সিস্টেম"।
তিনটি দ্বীপ এর মধ্যে ১০০ টিরও বিলাস হোটেল, নিজস্ব আবাসিক সৈকত এবং অ্যাপার্টমেন্ট, জল থিম পার্ক, রেস্তোরা, কেনাকাটার স্থান, ক্রীড়া সুবিধা এবং স্বাস্থ্য সুবিধা ও স্পা থাকবে। এইটা ১০-১৫ বছরের প্রোজেক্ট। ইস, একটার মালিক যদি হতে পারতাম।
৩) দুবাই ল্যান্ড:
ছয়টা থিক পার্ক নিয়ে ডিজনী ল্যান্ডের দ্বিগুন বড় এই বিনোদন কেন্দ্র। কি কি আছে এখানে ???
** এট্টাকশন ও এক্সপেরিয়েন্স ওয়াল্ড (১৩ বর্গকিমি)
- ইউনিভার্সাল স্টুডিও দুবাই
- টাইগার উডস দুবাই
- বাওয়াডি
- গ্লোবাল ভিলেজ
- কিডস সিটি
- জায়ান্ট ওয়াল্ড
- ওয়াটার পার্ক
- একুয়াদুনইয়া
- দুবাই স্লোডোম
** রিটেইল ও এনটারটেইনমেন্ট ওয়াল্ড (৪ বর্গকিমি)
- ফ্লিয়া মার্কেট
- ওয়াল্ড ট্রেড পার্ক
- এউকশন ওয়াল্ড
- ফেক্টরি আউটলেট
** স্পোর্টস ও আউটডোর ওয়াল্ড (১৯ বর্গকিমি)
-দুবাই স্পোর্টস সিটি
-এমিরেটস স্পোর্টস ওয়াল্ড
-পোল ক্লাব
-দুবাই অটোড্রোম
-দুবাই গলফ সিটি
** থিম লেজার ও ভেকেশন ওয়াল্ড (২৯ বর্গকিমি)
- ওমেনস ওয়াল্ড
- ডেস্টিনেশন দুবাই
- ডেজার্ট কিংডম
-এনডালুসিয়ান রিসোর্ট ও স্পা
** ইকো-টুরিজম ওয়াল্ড (৭৫ বর্গকিমি)
- আল সাহারা ডেজার্ট রিসোর্ট
- সেন্ড দুনি হোটেল
- আল কাহেল
** ডাউনটাউন (১.৮ বর্গকিমি)
- মল অফ আরাবা
- সিটি ওয়াক
- দি গ্রেট দুবাই হুইল
- ভার্চুয়াল গেম ওয়াল্ড
রাতের বেলার ছবি। আর কি লাগে, চলেন ঘুরে আসি।
৪) হাইড্রপলিস:
দুনিয়ার প্রথম সমুদ্রতলদেশের সুইট। এর নাম "ওশান সাইট রুম"। ২২০ টা গেষ্ট সুইট আছে এই আন্ডার ওয়াটার রিসোর্টে।
পার্সিয়ান গল্ফের ৬৬ ফুট নিচে এই রিসোর্ট।
৫) ওয়াল্ড আইল্যান্ড:
এও সম্ভব ??? হা সম্ভব। এইতো আপনের চোখের সামনে। মোট ৩০০ টা দ্বীপ আছে। যদি একটা দ্বীপ কেনার ইচ্ছা থাকে ভুলে যান। সম্ভব না। এক একটার গড় দাম ১,৯৯,৯৫,০০,০০০ টাকা। স্পিডবোট বা হেলিকপ্টার থাকতে হবে এখানে থাকতে হলে।
৬) দুবাই মল:
দুনিয়ার সবথেকে বড় সপিং মল এটি। বিস্তারিত বলতে ইচ্ছা করতাছে না। আয়তন ৫০টা ফুটবল স্টেডিয়ামের সমান। আমি বৌ নিয়া জীবনেও ওখানে যামু না। বসুন্ধরা সিটিই আমাদের জন্য এনাফ ... কি বলেন ???
৭) স্কি দুবাই:
উপরের মলেরই একটা অংশ এইটা। -১ডি সে. তাপমাএা থাকে সবসময়।
মানুষের টাকা থাকলে সবই সম্ভব। কিন্তু শুধু টাকা থাকলেই হয় না, সদিচ্ছাও থাকতে হয়। দুরদর্শিতা কি রকম থাকলে এমন একটা প্লান সাকসেসফুল করা সম্ভব ???
সত্যি খুব দুঃখ হয় নিজের দেশের অবস্থা দেখে।