নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ঈদ কেনাকাটার মৌসুমে ঢাকার ব্যস্ত বিপণি অঞ্চল দীর্ঘ সময় ধরে রণক্ষেত্র
ঢাকার ব্যস্ত বিপণি বিতান অধ্যুষিত এলাকা নিউমার্কেটের সামনের সড়কে রাত থেকে দুদফায় আট ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
সংঘর্ষের দুটি পক্ষের একদিকে রয়েছেন ওই এলাকার বিভিন্ন বিপণি বিতানের ব্যবসায়ীরা।
অপর পক্ষে রয়েছেন ওই এলাকাতেই অবস্থিত বাংলাদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ছাত্ররা।
রাতে এক দফায় চার ঘণ্টা ধরে সংঘর্ষ চললে এক পর্যায়ে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
সকাল দশটার দিকে আবার দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এই ঘটনায় দুপক্ষের অন্তত কুড়ি জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে দ্বিতীয় দফার সংঘর্ষ চললেও প্রথমে অন্তত ঘণ্টাদুয়েক পুলিশকে সেখানে আসতে দেখা যায়নি।
অথচ সংঘর্ষ যেখানে চলছিল তার একপ্রান্তে রয়েছে নিউমার্কেট থানা এবং অপরপ্রান্তে রয়েছে ধানমণ্ডি থানা। এছাড়া ওই এলাকার মধ্যে একাধিক পুলিশ ফাঁড়িও রয়েছে।
বেলা সাড়ে বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসার পর সংঘর্ষ কিছুটা স্তিমিত হয়, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে বহু সংবাদমাধ্যম এবং ঢাকার বেসরকারি টিভি চ্যানেলগুলো ঘণ্টার পর ঘণ্টা ধরে এই সংঘর্ষ সরাসরি সম্প্রচার করেছে।
- মার্কেট খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
- ভারতের বাজারে কেন ছুটছে বাংলাদেশীরা?
- হয়রানি রুখে দাঁড়ানো এক বাংলাদেশি নারীর গল্প
দুপক্ষকেই পরস্পরের দিকে ইটপাটকেল ছুঁড়তে দেখা গেছে।
আশপাশের ভবনের ছাদ থেকে ইটপাটকেল ছোঁড়া হচ্ছিল।
ঢঢককর ব্যস্তব্যস্ত বিতবিপণিনন অধ্যুষিত বিতসড়কের্কেটেরক নিউমনিউমনিউমকচলছে ররদুদফচলছে দুদফধরেসংঘর্ষচলছে.
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি.
সংঘর্ষের দুটি পক্ষেব একদিকে রয়েছেন ওলাকার বিভিন্ন বিরতণেযি।
অপরঅপরপক্ষে ওইরয়েছেন ওইএলএলকতেই অবস্থিতএলকদেশেরদেশের. শিক্ষশিক্ষকত্রর. শিক্ষঢপ্রতিষ্ঠত্রর ..