কিশোর 'নির্যাতন' ও 'অপহরণ', অভিযুক্তদের ধাওয়া করে ধরতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনা বহরমপুরে!

 নির্যাতিত এক কিশোরকে নিয়ে পালানোর সময় তার পিছু ধাওয়া করছিল তিনটি মোটর বাইক। সেইসময় মর্মান্তিক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল এক যুবকের। আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে দু জনের অবস্থা অত্যন্ত আশঙ্কা


জনক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিত ওই কিশোরকেও।

নির্যাতিত ওই কিশোরের পরিবারের অভিযোগ, গত ১০ দিন আগে রেজিনগরের কয়েকজন যুবক কিশোরকে যৌন নির্যাতন করে। সেই কিশোরকে আজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানো হয়। এরপর ওই কিশোর বাড়ি ফিরে গিয়ে সোমবার সন্ধ্যায় বাজারে তরমুজ কিনছিল। সেই সময় অভিযুক্ত দুই যুবক ওই কিশোরকে তুলে নিয়ে মোটরবাইকে করে চম্পট দেয়।

দুর্ঘটনায় মৃত্যু হয় বেলডাঙ্গার জেলা পরিষদ সদস্য আতাবুর রহমানের ছেলের। তবে কিডন্যাপারকে এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা, বহরমপুর ও রেজিনগর থানার পুলিশ।

জানা গেছে, যানজট এড়াতে নন্দীগ্রামের  জনবহুল রাস্তার মোড় এলাকায় সকাল ৯ টা থেকে দুপুর ১২ পর্যন্ত টোটো রিকশা ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন। সেই সিদ্ধান্ত মেনেই যাত্রী বোঝাই টোটোকে মোড়ে ঢুকতে বাধা দেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার৷ সেখান থেকেই শুরু বচসা৷ বাধা পেয়ে  টোটোতে থাকা এক যাত্রী সঙ্গে সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের কলার ধরে তাঁকে কিল চড় থাপ্পড় ঘুষি মারতে শুরু করেন বলে অভিযোগ। প্রতিবাদ করলেও অভিযুক্ত যুবক সিভিক ভলেন্টিয়ারের কলার না ছেড়ে মারতে থাকেন বলে খবর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url